বিশ্বকাপে এবার রান বন্যা বইয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। বাংলাদেশ এবার সেই প্রোটিয়াদের বিপক্ষেই মাঠে নামছে রান প্রসবা হিসেবে খ্যাত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগেরদিনই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ‘দোয়া করেন যেন কাল টসে জিতি।’
মূলত টসে জিতে আগে ব্যাটিং নেয়ার পরিকল্পনাতেই এই মন্তব্য করেছিলেন তিনি। সাউথ আফ্রিকা যে একটি ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচে তারা পরে ব্যাটিং করেছে। এ কারণেই বাংলাদেশও চাইবে প্রোটিয়াদের সামনে আগে ব্যাট করে বড় লক্ষ্য দাঁড় করাতে।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এই ম্যাচের খেলা হচ্ছে না সাউথ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পায়ের পেশির চোটে পড়েছিলেন সাকিব। সেই চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি। সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি ফিরেছেন। যদিও কাঁধের চোটে ভোগা তাসকিন আহমেদ এই ম্যাচেও দর্শক হয়ে থাকবেন।
বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.