আইইউবিতে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস এন্টারপ্রেনারশিপের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট এণ্ড ক্যারিয়ার ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আইইউবি’র নিজস্ব ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণে  আইইউবির ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার কবির, বিআইসিএম’র সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, আইইউবির ইকোনোমিক্স বিভাগের সহকারী অধ্যাপক, ড. মো: খালেদ সাইফুল্লাহ ও একাউন্টটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নুসরাত জাহানসহ আইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রীণডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওয়াফি শফিক মিনহাজ খান, বিআইসিএম’র সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটি পরিচালনা করেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম’র এ আয়োজন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.