বিশ্বকাপে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই ম্যাচের টস ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে খেলা হচ্ছে না সাকিবের। তার জায়গায় দলে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। এদিকে তাসকিন আহমেদও খেলছেন না এই ম্যাচে। তার জায়গায় একাদশে খেলছেন হাসান মাহমুদ।
ভারতের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডেতে ৩-১ ব্যবধানে এগিয়ে সাকিবরা। তবে বিশ্বকাপে বাংলাদেশ একবারই ভারতকে হারাতে পেরেছিল। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল তামিমরা। এরপর ২০১১, ২০১৫, ২০১৯ তিনটি আসরেই শেষ হাসি ভারতের। এখন পর্যন্ত ৪০ বারের দেখায় ভারতের জয় ৩১ ম্যাচে, বাংলাদেশের আটটি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.