সাকিব খেলছে কি না তাতে কিছু যায় আসে না: ভারতীয় কোচ

ভারতের বিপক্ষে সাকিব আল হাসান খেলতে চাইলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ। ফলে রোহিত শর্মার দলের বিপক্ষে সাকিব খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় উরুর পেশিতে টান খেয়েছিলেন সাকিব। স্ক্যান করানোর পর আপাতত পর্যবেক্ষণে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

সাকিব খেললে নিশ্চিতভাবেই স্বস্তি পাবে বাংলাদেশ। এদিকে সাকিবের মতো পারফর্মার না খেললে সেটা হবে ভারতের জন্য স্বস্তির। যদিও বিষয়টি নিয়ে এভাবে ভাবতে চায় না তারা। ম্যাচের আগেরদিন এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পর ভারতের বোলিং কোচ বলেন, ‘তোমাকে তো কারও না কারও মুখোমুখি হতেই হবে। আমার মনে হয় না সাকিবকে নিয়ে কোনো আলোচনা হয়েছে। সে অবশ্যই ভালো খেলোয়াড়, বাংলাদেশের একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে ব্যাট হাতে ভালো করে, বল হাতে ভালো করে। সেই কৃতিত্ব তাকে দেই। তবে সে খেলছে কি না তাতে কিছু যায় আসে না।’

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ১৭ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। উরুর চোট থাকলেও প্রায় ঘণ্টা দেড়েক ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। পাশের নেটে নিয়ে ডকস্টিক দিয়ে ছোঁড়া বলেও ব্যাটিং সেরেছেন তিনি। অনুশীলনের সময় প্রায় সবধরনের শটই খেলার চেষ্টা করেছেন সাকিব। যেখানে বেশিরভাগই সফল হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাটিং অনুশীলন করলেও বোলিংয়ে হাত ঘুরাতে দেখা যায়নি তাকে।

১৬ অক্টোবর বিশ্রাম থাকলেও খালেদ মাহমুদ সুজন এসে জানিয়েছিলেন, ভারত ম্যাচের আগে আবারও স্ক্যান করানো হবে। সেখানে পাশ করলেই ভারতের বিপক্ষে খেলতে নামবেন সাকিব। যদিও পুরোপুরি ফিট না হলেও খেলতে চান তিনি। সেটা করতে গেলে অবশ্য ঝুঁকিও আছে বাংলাদেশের অধিনায়ক। কারণ চোট বাড়লে পরের ম্যাচে মিস করে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.