সেরা চার দলের মধ্যে থাকতে হলে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্য থেকে অন্তত দুটি ম্যাচে জিততে হবে ভারতকে। এমনটাই মনে করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। যদিও বিশ্বকাপে দারুণ ফর্মে আছে স্বাগতিক ভারত। তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে।
ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, ‘আরও দুই ম্যাচ জিতে সবার উপরে যাওয়ার সুযোগ আছে। নিউজিল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে ইংল্যান্ডে তাদের বিপক্ষে দুটি ম্যাচে জিতে গেলে আমরা সবার উপরেই থাকব। বাকি দলগুলোকে তো আমরা হারাবই। বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে তো আমরা হারিয়েই দেব। কিন্তু এই তিন ম্যাচের মধ্যে দুটি জেতে ভারত তাহলেই এক বা দুই নম্বরে থেকে শেষ করবে।’
তিন ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সমান তিন ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ডও। তবে রান রেটের হিসেবে পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল। অন্যদিকে সাউথ আফ্রিকা ২ ম্যাচে দুটিতে জিতে তিন নম্বরে। পাকিস্তান ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে। তারা ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে। তাদের অবস্থান এখন চার নম্বরে। অন্যদিকে ইংল্যান্ড ২ ম্যাচ খেলে একটিতে জিতেছে। তারা রবিবার মাঠে নেমেছে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে জিতলে তারা পাকিস্তানকে টপকে শীর্ষে জায়গা করে নেবে।
মূলত এই পাঁচ দলই এখন সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। বাংলাদেশ ৩ ম্যাচে খেলে দুটিতে হেরেছে, আর ২ ম্যাচ করে খেলে সবকটিতেই হেরেছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.