গাজায় ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া একদিনে আরও ৮০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগ শিশু ও নারী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-আকসা মসজিদে ইসরাইলিদের অপরাধযজ্ঞের জবাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার সকালে ‘আল-আকসা তুফান’ নামে অভিযান শুরু করে। ওই অভিযানে এ পর্যন্ত দেড় হাজারের বেশি ইসরাইলি নিহত হয়েছে। জবাবে ইসরাইল যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে এবং গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে নির্বিচার বিমান হামলা চালায়। তাদের হামলায় গাজার নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত আড়াই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.