শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিয়েছে পাকিস্তান। সেঞ্চুরি করে পাকিস্তানের এই জয়ে বড় অবদান রেখেছেন দুই টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিক। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবর আজমের দলের এমন পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার। বিশেষ করে আব্দুল্লাহ শফিকের ইনিংসের প্রশংসা করেছেন গাভাস্কার।
ভারতের এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘যখন আপনি ৩৫০ রান তাড়া করছেন তখন অনেক কিছুর প্রয়োজন থাকে। যদিও তারা দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল এই ম্যাচে। আমি সবকিছুর ঊর্ধে থেকে বলতে চাই আমরা জানি রিজওয়ান কি করতে পারে। কিন্তু আব্দুল্লাহ শফিক, সে দেখতে টেস্ট ব্যাটসম্যানের মতো। সে যেভাবে রিজওয়ানকে নিয়ে ইনিংস বড় করেছে এটা দুর্দান্ত।’
গাভাস্কার মনে করেন পাকিস্তান দল বুঝতে পেরেছে বাবর নির্ভরতা থেকে বেরিয়ে আসার। বাবর ব্যর্থ হলে অন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে পারফর্ম করতে হবে। ভারতীয় সাবেক এই ওপেনার বলেন, ‘পাকিস্তান বুঝে গেছে বাবরের ওপর এখন নির্ভর করতে হবে না। যদি বাবর ব্যর্থ হয় তাহলে অন্য ব্যাটার আছে যাদের রান করতে হবে। আমি মনে করি এটা বাবরের জন্যও গুরুত্বপূর্ণ। সব সময় রান করার জন্য তার ওপর চাপ থাকবে না।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.