প্রতিষ্ঠাবার্ষিকীতে আকর্ষণীয় পুরস্কার পেল সোনালীর ২৪ গ্রাহক

সোনালী লাইফের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গৃহিত নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়েছে।

তিনটি ক্যাটাগরিতে মোট ২৪ জন ভাগ্যবান বিজয়ী গ্রাহকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন কোম্পানির স্বপ্নদ্রষ্টা, পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস।

সোমবার (২ অক্টোবর) সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৭ অক্টোবর এক আয়োজনের মধ্য দিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমানসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ গ্রাহক বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোসতফা গোলাম কুদ্দুস বলেন, সোনালী সবসময় গ্রাহকদের সম্মান জানাতে এবং উৎসাহ যোগাতে নানান প্রচেষ্ঠা নিয়ে থাকে এবং র‍্যাফেল ড্র’র আয়োজন সে প্রচেষ্ঠারই অংশ।

তিনি বলেন, বীমা শিল্প সর্ম্পকে দেশার সাধারণ মানুষের যে নেতিবাচক ধারনা ছিল তা দূর করতে সোনালীর প্রচেষ্ঠা সফলতার দিকেই এগিয়ে চলছে, সোনালীর প্রতি গ্রাহকদের আস্থা, এবং প্রায় প্রতিটি সূচকে সোনালি অব্যহত প্রদ্ধতিই তার প্রমান।

পুরস্কার হিসেবে আধা ভরি ওজনের স্বর্ণের চেইন পেয়েছেন ১৫ জন। বাকি ৯ জন ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.