কানাডাকে তাদের কয়েক ডজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলেছে ভারত। এ বিষয়ে ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
মঙ্গলবার (৩ অক্টোবর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে দ্য ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক বক্তব্যের পর ফুঁসে ওঠে ভারত। ওই বক্তব্যে ট্রুডো বলেছিলেন, হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের হাত রয়েছে, যিনি ভারতের একজন মনোনীত সন্ত্রাসী এবং খালিস্তানি কর্মী ছিলেন। এরপর দুদেশেই পাল্টাপাল্টি কূটনীতিক বরখাস্তের ঘটনা ঘটে।
নয়াদিল্লি বলেছে, কানাডাকে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪০ কূটনীতিক প্রত্যাহার করতে হবে। এরপর ওই কূটনীতিকদের যে বিশেষ সুবিধাগুলো দেওয়া হয়, তা বন্ধ করে দেওয়া হবে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.