বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সঙ্গে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ (২৫ সেপ্টেম্বর) বিইউএফটি’র নিজস্ব ক্যাম্পাসে (নিশাতনগর, তুরাগ, ঢাকা) এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকটি অনুষ্ঠিত হয়।
বিআইসিএম ও বিইউএফটি’র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং বিইউএফটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপি।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিইউএফটি’র শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল্লা হিল রাকিব, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস.এম. মাহফুজুর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিলসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান এবং বিআইসিএম এর সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খানসহ ইন্সটিটিউটের অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.