খুলনায় কৃষক ও নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করলো এবি ব্যাংক

বেসরকারি খাতের এবি ব্যাংক লিমিটেড ১ হাজার ৫০০ এর বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করেছে।

একই অনুষ্ঠানে ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্যাংকটি। পাশাপাশি নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ দেওয়া হয়।

খুলনার টাইগার গার্ডেনে ইন্টারন্যাশনাল হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়ার তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এস.এম হাসান রেজা, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজি আমিনুল হক, এস এম নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব; কৃষিবিদ মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং মুর্শিদা আকতার রনি, সভাপতি, খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অর্থসূচক/এমএইচ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.