ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) তে আজ (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশে ভুমিকম্পের ঝুঁকি ও এ বিষয়ে প্রস্তুতি ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ভুকম্পনবিদ প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রধান আলোচক বলেন, বাংলাদেশ ভৌগলিকভাবে ভুমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভুমিকম্প বিষয়ে সাধারন মানুষকে সচেতন করার মাধ্যমে ভুমিকম্পের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। ভুমিকম্প পরবর্তী পদক্ষেপ নেয়ার চেয়ে আগেভাগে এ বিষয়ে জনগনকে প্রশিক্ষিত করতে পারলে সেটা বেশি কার্যকর ব্যবস্থা হবে বলে তিনি মত দেন। জনগনকে এ বিষয়ে সচেতন ও প্রশিক্ষন দেয়ার জন্য তিনি সরকারের পাশাপাশি অন্য সবাইকেও এগিয়ে আশার পরামর্শ দেন।
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. রকীব আহমদ এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এফআইইউ’র ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, অধ্যাপক, পরিচালক (অর্থ), শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.