ইইউ সদস্য হওয়ার চেষ্টা বাদ দেয়ার ইঙ্গিত এরদোয়ানের

তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার চেষ্টা থেকে সরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ান৷ নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য দেশ ছাড়ার আগে এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিমত জানান৷

এজন্য ইইউকে দায়ী করে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করছে৷’

তুরস্ককে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক মূল্যায়ন বিষয়ে এরদোয়ানের কাছে জানতে চান সাংবাদিকেরা৷ জবাবে তিনি বলেন, ‘অগ্রগতির ব্যাপারে আমরা নিজেরাই মূল্যায়ন তৈরি করব এবং দরকার হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থেকে আলাদা থাকব৷’

এরদোয়ান এমন কথা বললেও সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন যোগ দিতে তার দেশের সংকল্পের কথা জানান৷ তুরস্কের আবেদনের অগ্রগতির জন্য তিনি ইইউকে সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান৷

এরপর চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে তুরস্কের বিষয়ে একটি প্রতিবেদন গৃহীত হয়৷ তাতে বলা হয়েছে ইইউ-এর সদস্য হতে আঙ্কারার আবেদন বর্তমান পরিস্থিতি সচল করা সম্ভব নয়৷ এই প্রতিবেদনের কড়া সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রতিবেদনটি ভুল ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তৈরি করা বলে প্রতিক্রিয়া জানায় তারা৷

উল্লেখ্য, ইইউতে অন্তর্ভুক্তি ব্যাপারে জোটের সাথে ২০০৫ সালে তুরস্কের আলোচনা শুরু হয়৷ সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, রয়টর্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.