মিডল্যান্ড ব্যাংকের প্রিপেইড কার্ডে শ্রেষ্ঠত্ব অর্জন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড “Visa Excellence Award” বিভাগে ‘EXCELLENCE IN PREPAID CARDS (Associate Member)’ অর্জন করেছে। অনুষ্ঠানটি ‘ভিসা’ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শেরাটনে আয়োজন করে।

VISA LEADERSHIP CONCLAVE 2023, TOWARDS A CASHLESS, SMART BANGLADESH’ শীর্ষক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাহিদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আকতার এবং ব্যাংকের হেড অব কার্ড মোঃ আবেদ-উর-রহমান।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.