বুক ভরা আশা নিয়েই এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেস। গ্রুপ পর্বের গণ্ডি পার হয়ে সুপার ফোরেও জায়গা করে নেয় তারা। যদিও সুপার ফোরে প্রথমে পাকিস্তান এবং পরে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালের রাস্তা থেকে ছিটকে যায় তারা। এই হারে র্যাঙ্কিংয়েও অবনমন হয় বাংলাদেশের। সাত নম্বর থেকে আটে চলে গেছে সাকিব আল হাসানের দল।
এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মাঝে মাত্র দুই ম্যাচেই জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। এ ছাড়া গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হারে দুইবার।
দীর্ঘদিন ধরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত নম্বর থাকা বাংলাদেশ এশিয়া কাপ শেষ হওয়ার আগেই নিচে নেমে গেছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও দেখা যাচ্ছে পরিবর্তন। এক থেকে তিনে নেমে গেছে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান। শীর্ষস্থান আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়া। ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যাট কামিন্স-মিচেল মার্শদের দল। তালিকার দুয়ে আছে ভারত। ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তিন নম্বর থেকে দুয়ে উঠে এসেছে রোহিত শর্মার দল। আর সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ হারে নিচে নেমে গেছে পাকিস্তান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.