বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস’র (আইআইএস) আয়োজনে রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।
মঙ্গলবার (২৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আইআইএস ‘র পরিচালক অধ্যাপক ড. মো: আনিসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, প্রক্টর মোহাম্মদ ইকবাল হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু রচিত বই উপহার দিয়ে অতিথিদের বরণ করে নেন সভাপতি অধ্যাপক ড. মো: আনিসুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু খুব সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু উনার ব্যক্তিত্ব ছিলো আকাশচুম্বী। সেই বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিলো ঘাতকেরা। বঙ্গবন্ধু কৃষক ও তরুণ প্রজন্ম এই দুইটি শ্রেণীকে বাংলার সম্পদ বলে মনে করতেন। তখন দেশের ৮৫-৯০ ভাগ মানুষই ছিলো কৃষক। তাই তিনি কৃষকদের উন্নয়নে কাজ করেন। আর তরুণ প্রজন্মের প্রতি তার উদাত্ত আহবান ছিলো তারা যেনো কথায় ও কাজে সৎ থাকে। বঙ্গবন্ধু ও তার পরিবার এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
এর আগে শোকাবহ আগস্ট উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করে আইআইএস। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন আইআইএস এর শিক্ষাথী ইয়াসমিন আক্তার, সাদিয়া আফরোজ অমি ও আহসান উল্ল্যাহ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.