শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবে লিটন?

শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়া হয়নি লিটন দাসের। দল লঙ্কা দ্বীপে পৌঁছানোর দুই দিন পার হলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি এই ক্রিকেটার। আজও শ্রীলঙ্কার বিমান ধরা হয়নি তার। তাই শুরুর ম্যাচে লিটনকে যে পাওয়া যাচ্ছে না তা নিশ্চিত।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। ৩ সেপ্টেম্বর লাহোরে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। তাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিলেও পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলার সম্ভাবনাই বেশি লিটনের।

লিটনকে শুরু থেকে পাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সুস্থ হলে আজ তার যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।’

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে লিটনের আরেকটি পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার রিপোর্টের উপর বোঝা যাবে তার অবস্থা। সুস্থবোধ করলে বুধবার সকালেই শ্রীলঙ্কার বিমান ধরবেন দেশের এই নির্ভরযোগ্য ক্রিকেটার।

এদিকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শ্রীলঙ্কা যাওয়ার আগে জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে বুধবারও লিটনকে শ্রীলঙ্কায় নেওয়ার চেষ্টা করবেন তারা। মঙ্গলবার শ্রীলঙ্কার বিমানে ওঠার আগে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.