ইবিএল-কনফিডেন্স গ্রুপ কো-ব্র্যান্ড পেরোল ডেবিট কার্ড উদ্বোধন

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং কনফিডেন্স গ্রুপ আজ (২৮ আগস্ট) একটি কো-ব্র্যান্ড পেরোল ডেবিট কার্ড চালু করেছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক দশকেরও অধিক সময় ধরে সফল পার্টনারশীপের উদযাপন উপলক্ষ্যে কনফিডেন্স গ্রুপের এমপ্লয়ীদের জন্য এই কার্ড চালু করলো ইবিএল।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, এবং কনফিডেন্স গ্রুপের ভাইস-চেয়ারম্যান ইমরান করিম ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ড পেরোল ডেবিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কনফিডেন্স গ্রুপের এমপ্লয়ীরা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড পাবেন, যার মাধ্যমে তারা স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপের বিভিন্ন সুবিধাও পাবেন কার্ডধারীরা। ইস্টার্ণ ব্যাংকের এই অ্যাপটি ঝামেলাহীন লেনদেনের ক্ষেত্রে একটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশন হিসেবে পরিচিত।

কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টারডাস্ট টেলিকম লিঃ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম, কনফিডেন্স গ্রুপের মানব সম্পদ বিভাগ এবং কর্পোরেট কম্যুনিকেশন্সের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম; ইস্টার্ণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যবসা (ঢাকা) প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, এবং পেরোল ব্যাংকিং প্রধান নাহিদ ফারজানা।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.