ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফকিরহাট রেলক্রসিং এলাকায় পুলিশ ভ্যানের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

রোববার দুপুরের দিকে ফকিরহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ জানান, একটি ট্রেন পুলিশ ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে ডিউটিতে থাকা আমার স্টেশনের তিনজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর আলম আশেক বলেন, ‘তিন জনকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।’

চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, সীতাকুণ্ডের একটি পুলিশ ভ্যানের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। আমরা তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.