ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) তে অনুষ্ঠিত হলো ‘এন্ড্রাগজি প্রেক্টিকাম’ বিষয়ক ‘ট্রেইন দ্যা ট্রেইনারস’ ওয়ার্কশপ। আজ শনিবার (১৯ আগস্ট) ইডিইউর বিভিন্ন অনুষদের শিক্ষকগণের পদচারণায় এবং তাদের অংশগ্রহণে সকাল থেকেই মুখর হয়ে ওঠে ইডিইউর লাইব্রেরি প্রাঙ্গণ।
ওয়ার্কশপ টি পরিচালনা করেন ইডিইউর স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর (ইন প্র্যাক্টিস) এ. কাইয়ূম চৌধুরি। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক। দেশে এবং বিদেশে নানাবিধ বিষয়ের উপর তিনি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন, পরিচালনা ও অংশগ্রহণ করে থাকেন। ব্যতিক্রম এই প্রশিক্ষক সনাতনী ‘পেডাগোজি’ পদ্ধতির পরিবর্তে “এন্ড্রাগোজি” পদ্ধতিতে ইন্টারেক্টিভ প্রক্রিয়ার অত্যাধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করেন।
এমন ভিন্নমাত্রিক কর্মশালার গুরুত্ব আলোকপাত করে তিনি বলেন, “অনন্য বৈশিষ্ট্যময় এই এন্ড্রাগোজি পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী তার পঠিত বিষয় সম্পর্কে নিবিড় জ্ঞান আহরণ ছাড়াও এর অন্তর্নিহিত মর্ম অনুধাবন করে বাস্তব ও ব্যক্তিজীবনে তার সার্থক প্রয়োগ করার কৌশল ও দক্ষতা অর্জন করেন। ফলে উক্ত শিক্ষার্থী মূল্যবোধ ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে বিশ্বমানের একজন দক্ষ ও সফল পেশাদার বা উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রয়াস পান”।
১২ টি গ্রুপে বিভক্ত হয়ে উপস্থিত শিক্ষকগণ বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.