এসইইউ এবং আল আরাফাহ ইসলামি ব্যাংকের মধ্যে চুক্তি  

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এবং আল-আরাফাহ ইসলামি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ এবং আল-আরাফাহ ইসলামি ব্যাংকের পক্ষে মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক উক্ত চুক্তিতে সাক্ষর করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্বারকপত্র বিনিময় করেন। একই সাথে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের একটি এটিএম বুথের ও উদ্বোধন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, হারুন অর রশিদ খান, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন,বোর্ড অব ট্রাস্টিজের প্রধান  সমন্বয়কারী, সেক্রেটারি এবং পরিচালক, অর্থ  উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.