ঢাকায় কেমিক্যাল কারখানায় আগুন, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জের গদারবাগ কালোন্দিতে টিনশেড একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে দগ্ধ ও নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহাজাহান শিকদার।

তিনি জানান, ভোরে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভোর ৪টায় ফায়ার সার্ভিস অগ্নিদুর্ঘটনা সংবাদ পায়। পরে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৫ মিনিটে। একে একে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.