আইপিডিসি প্রীতি’র (নারী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আইপিডিসি’র রিটেইল সেবার প্ল্যাটফর্ম) পার্টনার হিসেবে ‘আমরা অ্যাক্টিভ’ ফিটনেস জিমকে অন্তর্ভুক্ত করতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি অনুষ্ঠিত হয়।
চুক্তি মোতাবেক, আইপিডিসি প্রীতি গ্রাহক ও আইপিডিসি’র কর্মীবৃন্দের জন্য ‘আমরা অ্যাক্টিভ’এ মেম্বারশিপ প্যাকেজে দেওয়া হচ্ছে ১০% ছাড়।
চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসি ফাইন্যান্সের হেড অফ লায়াবিলিটি সাখওয়াত হোসেন, আমরা অ্যাক্টিভ’র নির্বাহী পরিচালক নিব্রাস পান্নীসহ উভয় প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.