ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু’র ও ১৫ই আগস্টে তার পরিবারের সকল শহীদের আত্মার ফাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। এই মাহফিলে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য নির্বাহী-কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.