রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারসংস্থা স্পুটনিকের সঙ্গে ইরানের তাসনিম নিউজ এজেন্সির পারস্পরিক সহযোগিতার একটি চুক্তি হয়েছে। দুই দেশের মিডিয়া সেক্টর অর্থাৎ গণমাধ্যমগুলোর একে অপরের কাছাকাছি আসার কথা জানা গিয়েছে।
নিউজ এজেন্সি তাসনিম এ কথা জানিয়েছে। তাসনিমকে ইরানের শক্তিশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপত্র হিসেবে ধরা হয়।
দুই সংবাদমাধ্যম কোম্পানির প্রতিনিধিরা একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়ান সংবাদমাধ্যমও এই চুক্তি নিয়ে রিপোর্ট করেছে। তবে কী জাতীয় সহযোগিতা দুই দেশের সংবাদমাধ্যম পরস্পরের থেকে প্রত্যাশা করছে, তা জানা যায়নি।
তাদের লক্ষ্য হলো, বিশ্বের মঞ্চে মিডিয়া কার্যক্রমে সহযোগিতা জোরদার করা।
তাসনিমের নিউজরুমের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহি এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তার কথায়, পশ্চিমা আধিপত্যবাদ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাশিয়া ইউক্রেনে হামলার পর ইউরোপীয় ইউনিয়নে স্পুটনিক চ্যানেল নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়া অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে তাদের সহযোগিতা সম্প্রসারিত করেছে।
পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান তার কামিকাজে ড্রোন দিয়ে মস্কোকেসমর্থন করছে। তেহরান যদিও ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্যের বিষয়টি অস্বীকার করেছে। সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.