ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ পান না জাদেজা

আগামী ৩০ আগস্ট থেকে এবারের এশিয়া কাপ শুরু হবে। হাইব্রিড মডেলে হওয়া এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বে তারা ২ সেপ্টেম্বর মাঠে নামবে। দুই দলই সুপার ফোরে জায়গা করে নিতে পারলে আরেকটি ম্যাচে দেখা যাবে ভারত-পাকিস্তানকে। সেই ম্যাচটি হবে ১০ সেপ্টেম্বর কলম্বোতে। ফাইনালে উঠলে আরও একবার মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বীরা।

বিশ্বকাপে এই দুই দলের লড়াই দেখতে পাবেন দর্শকরা আগামী ১৪ অক্টোবর। প্রতি বছর দুই দেশের ক্রিকেট ভক্তরাই মুখিয়ে থাকেন এই ম্যাচের জন্য। সাধারণ ক্রিকেট দর্শকদের জন্যও এই ম্যাচের উন্মাদনা অন্যরকম। অবশ্য ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জানালেন ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ তাদের স্পর্শ করে না। বরং অন্য ম্যাচগুলোর মতোই পাকিস্তানকে সাধারণ প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে ভারত।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে জাদেজা বলেন, ‘যখন ভারত-পাকিস্তান ম্যাচ থাকে, সবার প্রত্যাশা উঁচুতে থাকে জেতার জন্য। কিন্তু আমাদের দিক থেকে ভারতের প্রতিটি ম্যাচই একইরকম গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের মতো। এটা ঠিক আছে ভারত-পাকিস্তান ম্যাচে সবার মনোযোগ থাকে এবং আমরাও চেষ্টা করি নিজেদের সেরাটা দিতে।’

জাদেজা মনে করেন, ‘আমরা পারফর্ম্যান্স করার চেষ্টা করি এবং যতটা সম্ভব ভালো খেলতে চাই। কিন্তু অনেক সময় সব কিছু পরিকল্পনা মতো হয় না। এটাই খেলা এবং দুই দলের খেলোয়াড়রাই নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করে। আমার মতামত হচ্ছে দুই দলই ম্যাচ জিততে চায়। আপনি পূর্ণ মনোযোগ দিতে পারেন এবং নিজের শতভাগ দিতে পারেন মাঠে তবে এটা গ্যারেন্টি নেই যে এর ফলাফল আপনার পক্ষে আসবে। আপনি শুধু নিজের সেরাটা দিতে পারেন এবং জেতার জন্য খেলতে পারেন। দিন শেষে ফলাফল আপনার পক্ষে নাও যেতে পারে। এর বেশি আপনার কিছু করার নেই। মূল বিষয় হচ্ছে নিজের সেরাটা বিলিয়ে দেয়া এবং জেতার জন্য খেলা।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.