বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এ ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোঃ শাহ আলম, যুগ্মসচিব ড. নাহিদ হোসেন ও উপসচিব মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার।
মোট ৩টি ক্যাটাগরিতে ৬ জন কর্মচারীকে ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে ২য় – ৯ম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে মোঃ সিরাজুল ইসলাম, উপ-পরিচালক ও এস.এম. কালবীন ছালিমা, প্রভাষক; ১০ম-১৬তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে মোঃ জিয়াউর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও জয় বাড়ৈ, ফটোকপি মেশিন অপারেটর এবং ১৭তম-২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে মোঃ শাহজাহান, অফিস সহায়ক ও মোঃ সাইফুল ইসলাম, নিরাপত্তারক্ষী পুরস্কার পেয়েছেন।
নিয়মানুযায়ী পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কর্মচারীকে একটি করে সনদপত্র ও ক্রেস্ট এবং ০১ মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা প্রদান করা হয়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.