অটোমোবাইল সংক্রান্ত ওয়ান-স্টপ সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান ভ্রুম সার্ভিসেসের সঙ্গে পুনঃরায় কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।
এই কার্ডটি ব্যবহারের মাধ্যমে গাড়ী মালিকরা ওয়ান-স্টপ সেবা পাবার পাশাপাশি আরো নিরাপদ ও সুবিধাজনক পেমেন্ট অপশন সুবিধাও পাবেন।
ইবিএল-ভ্রুম কো-ব্র্যান্ড কার্ডধারীরা বিভিন্ন ওয়ার্কশপে নানাবিধ সুবিধা ভোগ করবেন যার মধ্যে রয়েছে বিনামূল্যে একটি কার হেলথ চেকআপ, একটি কার ওয়াশ ও ওয়াক্স সেশন, একটি এসি সিস্টেম চেকআপ, একটি হাইব্রেড সিস্টেম চেকআপ, এবং একটি টায়ার রোটেশন।
এছাড়াও, ঢাকা শহরের মধ্যে প্রয়োজনকালে রোড সাইড সেবাও গ্রহণ করতে পারবেন কার্ডধারীরা। নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সুবিধাজনক ভেহিকেল ডাটা ম্যানেজমেন্ট সেবাও নিতে পারবেন। ইমেইলের মাধ্যমে ওয়ার্কশপ এস্টিমেশন সেবাও বিনামূল্যে দেয়া হবে। যারা অনলাইনে শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য থাকছে বিনামূল্যে হোম ডেলিভারি এবং লুব্রিকেন্ট পরিবর্তন। ভ্রুম নিজেই যেসকল সুবিধা সাধারণত দিয়ে থাকে তার অতিরিক্ত ইবিএলও বেশ কিছু আকর্ষণীয় সুবিধা দেবে ইবিএল।
রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে ইবিএল-ভ্রুম কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ডের পুনঃউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্রুম সার্ভিসেসের চেয়ারম্যান জিয়া চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসান হাবীব; ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন প্রমুখ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.