বিএনপির মহাসমাবেশে শুরু

নয়পল্টনে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। নেতাকর্মী-সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নয়াপল্টন।

শুক্রবার বেলা ২টা ১০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কুরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কুরআন তেলোয়াতের করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মহাসমাবেশের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ সফল করতে সফল হয়েছি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.