আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র (বিএফইইউ) সহযোগিতায় লক্ষ্মীপুর জেলায় “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) লক্ষ্মীপুর সদরের স্থানীয় একটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শাহ মো মঈনউদ্দিন সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনেটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী, বিএফইইউ’র উপপরিচালক মোঃ আশরাফুল আলম ও মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক ফয়সাল কবির দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালাটি পরিচালনা করেন।

উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী ৩২ টি ব্যাংকের ৭২জন কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.