জিসিসি ভুক্ত দেশগুলো যেমন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, এবং ইউএই’র বিভিন্ন স্থানে স্বল্পকালীন ভ্রমণের জন্য বিশেষ চার্টার সেবা চালু করেছে এমিরেটস। এসকল চার্টার ফ্লাইটগুলো দুবাই আল মাকতুম আন্তর্জাতিক বিমান বন্দর (ডিডব্লিউসি) থেকে পরিচালিত হবে।
চার্টার ফ্লাইটের জন্য ব্যবহার করা হবে দুই ইঞ্জিন বিশিষ্ট ফেনম উড়োজাহাজ। উড়োজাহাজটি সর্বোচ্চ চারজন যাত্রী বহন করতে সক্ষম। ফ্লাইটে যাত্রীদের জন্য হালকা রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি যাত্রী একটি হ্যান্ডব্যাগ ছাড়াও সর্বোচ্চ পনের কিলোগ্রামের একটি ব্যাগ সাথে নিতে পারবেন।
ডিডব্লিউসি বিমান বন্দরে যাত্রীদের আনা-নেয়ার জন্য স্বতন্ত্র লিমুজিন দেয়া হবে। বিমান বন্দরে একজন বিশেষ প্রতিনিধি গ্রাহকদের সার্বিক সহায়তা প্রদান এবং ভিআইপি সেবার ব্যবস্থা করবেন। গন্তব্যে যাবার পর যাত্রীরা এস্কর্ট পাবেন এবং দ্রুততার সঙ্গে তাদের ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা হবে। বিমান বন্দরে প্রাইভেট টার্মিনাল লাউঞ্জ থাকলে গ্রাহকরা সেটিও ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইটের সাহায্যে অথবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে এসকল চার্টার ফ্লাইট বুক করা যাবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.