চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং ঢাবি’র ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাবি’র রেজিস্টার প্রবীর কুমার সরকার, ডিরেক্টর অব একাউন্টস মোহাম্মদ সাইফুল ইসলাম, সিন্ডিকেট মেম্বার প্রফেসর আবু হোসেন মোঃ আহসান এবং চার্টার্ড লাইফের হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও হেড অব কর্পোরেট অপরেশনস, মোঃ কামরুল আহছান মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত চুক্তিতে ঢাবি’র সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবার বর্গকে গ্রুপ স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.