‘চার্টার্ড সুরক্ষা’ আনলো চার্টার্ড লাইফ

প্রথম বারের মত চার্টার্ড ক্রিটিক্যাল ইলনেস প্রোটেকশন প্ল্যান “চার্টার্ড সুরক্ষা” নিয়ে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

যা স্ট্রোক, ক্যান্সার, ফার্স্ট হার্ট অ্যাটাক গুরুত্বপূর্ণ অন্ত্র প্রতিস্থাপন ও কিডনি রোগসহ ৪৫ টি জটিল অসুস্থতায় আপনাকে আর্থিক সুরক্ষা এবং জীবনবীমা নিরাপত্তা প্রদান করবে।

গত ২ জুলাই “চার্টার্ড সুরক্ষা”র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ এমদাদ উল্ল্যাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.