ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জি ও আদানি টোটাল গ্যাস লিমিটেড যৌথ উদ্যোগে ভারতে গ্যাস অবকাঠামো সম্প্রসারণে ১৮ থেকে ২০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। আগামী ৮ থেকে ১০ বছরের মধ্যে তারা এই বিনিয়োগ করবে, যা সিএনজি থেকে অটোমোবাইল, গৃহস্থালি ও শিল্পে গ্যাস সরবরাহের জন্য অবকাঠামো সম্প্রসারণে ব্যবহার করা হবে।
আদানি টোটাল গ্যাস লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সুরেশ পারিখ ইকোনমিক টাইমসে এই তথ্য জানিয়েছেন
আদানি টোটাল গ্যাস লিমিটেড হচ্ছে ভারত ও এশিয়ার শীর্ষ বিলিয়নিয়ার তথা শতকোটিপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের একটি প্রতিষ্ঠান। তারা সিএনজি থেকে অটোমোবাইল, গৃহস্থালি ও শিল্পে গ্যাস সরবরাহ করে। ভারতজুড়ে আদানি গ্রুপের ৪৬০টি সিএনজি স্টেশন এবং পাইপযুক্ত রান্নার গ্যাসের প্রায় ৭ লাখ গ্রাহক রয়েছে। এখন আদানি গ্রুপ সিএনজি স্টেশনগুলোর নেটওয়ার্ক বাড়াতে চাইছে। সেই সঙ্গে পাইপলাইন বাড়িয়ে রান্নাঘরের পাশাপাশি বিভিন্ন শিল্পে গ্যাস সরবরাহ করতে চায় তারা।
দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে আমরা গ্যাসের সম্ভাবনার বিষয়ে আশাবাদী। আমরা আগামী ৮-১০ বছরে ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাই, যা আমাদের গ্রাহক বাড়াতে সহায়তা করবে এবং সেই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধির প্রবণতাও বজায় রাখবে।
আদানি টোটাল গ্যাস লিমিটেডের সিএফও সুরেশ পারিখ জানান, গ্যাস সরবরাহে অতিরিক্ত অবকাঠামো তৈরির জন্য তাঁদের কোম্পানি গত ২০২২-২৩ অর্থবছরের (এপ্রিল ’২২-মার্চ ’২৩) ১ হাজার ১৫০ কোটি রুপির বেশি বিনিয়োগ করেছে। তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে আমরা গ্যাসের সম্ভাবনার বিষয়ে আশাবাদী। আমরা আগামী ৮-১০ বছরে ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাই, যা আমাদের গ্রাহক বাড়াতে সহায়তা করবে এবং সেই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধির প্রবণতাও বজায় রাখবে।’
সুরেশ পারিখ আরও বলেন, আদানি টোটাল গ্যাস লিমিটেডের কৌশল হলো দ্রুত ইস্পাতের পাইপলাইন স্থাপন এবং লাইসেন্স পাওয়া সিএনজি স্টেশনগুলো দ্রুত নির্মাণ করা, যাতে আগেভাগেই এ কার্যক্রম শুরু হয় এবং কোম্পানির আয়ে প্রভাব পড়ে।
অর্থসূচক/এমএইচ



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.