ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে কো-ব্র্যান্ড মাস্ট্রারকার্ড ওয়ার্ল্ড এবং মাস্টারকার্ড টাইটাইনিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এ কার্ডগুলো বিসিসিআই এবং এর সহযোগী সংগঠনগুলোর সদস্য ও কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট রাখা হয়েছে।
আজ রবিবার (২৫ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিসিসি আই’র প্রেসিডেন্ট ব্যারিস্টার মোঃ সামির সাত্তার, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং কার্ড বিভাগ প্রধান তাসনিম হোসেন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং পরিচালক সোহেল আমীন।
বিশেষ এই ক্রেডিটকার্ড গুলোতে গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে যেমন নির্ঝঞ্ঝাট আন্ত-দেশীয় লেনদেন, দুটি সাপ্লিমেন্টারী কার্ড বছরে ১৮ টি লেনদেনের ক্ষেত্রে বার্ষিক ফি মুউকুফ ইত্যাদি।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.