চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের মাঝে আইএফআইসি’র উপহার বিতরণ

প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি ও ব্যাংকিং কার্যক্রমে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আম ব্যবসায়ী ও বাগানীদের মাঝে পোলোশার্ট ও ক্যাপ বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিলসি। আজ শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় কানসাটে অবস্থিত দেশের সর্ববৃহৎ আম বাজারে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ এই শুভেচ্ছা উপহার বিতরণের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন শাখা সিএসএম সোহেল রানা, এলপিএম আসাদুজ্জামান ফারুক, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার জহিরুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জের ৭টি উপশাখার কর্মকর্তারা।

উপহার সামগ্রী বিতরণকালে আইএফআইসি ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, বাংলাদেশের বৃহত্তর ব্যাংক আই.এফ.আই.সি প্রান্তিক মানুষের কাছে সেবা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই সবচেয়ে বেশী শাখা-উপশাখা খুলেছে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করতে আইএফআইসি ব্যাংক প্রায়ই বিভিন্ন জনবান্ধব কার্যক্রম পরিচালনা করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের আজকের কার্যক্রম।

উল্লেখ্য, ১২৭২ শাখা–উপশাখায় আইএফআ ইসি ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.