সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করে থাকেন।
সোমবার (১২ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আদালতের প্রশাসন ভবন নং-৪ এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে অনুষ্ঠতব্য ফুলকোর্ট সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এর আগে গত ৮ জুন ফুলকোর্ট সভা আহ্বান করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যার ধারাবাহিকতায় আজ (১২ জুন) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসনিক ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.