ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৬৬তম সভা (০৫ জুন) বিকাল ০৩:৩০ ঘটিকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান।
সভায় অংশ নেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. এনামুল হাসান, এফসিএ, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) মো. সফিকুল ইসলাম, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মো. আশরাফ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিং’র বর্তমান দায়িত্ব প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।
একই দিনে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের সহায়ক নিরীক্ষা কমিটির ৭৫তম সভা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োজিত স্বতন্ত্র পরিচালক মো. এনামুল হাসান, এফসিএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৬৬ তম সভায় গত বছরের তুলনায় এ বছর শেয়ার প্রতি আয় ২১% বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ্য করা হয়। ২০২২ সালের বার্ষিক চুড়ান্ত হিসাব অনুমোদিত হয়, কিন্তু কোনো লভ্যাংশ ঘোষনা করা হয়নি।এখানে আরো উল্লেখ্য যে মূলধনের বিপরীতে আয়ের হার ২০২১ সালে ১৭.৫১% বৃদ্ধি পেয়েছে এবং ২০২২ সালে ১.৫৫% বৃদ্ধি পেয়েছে।
প্রতিষ্ঠানকে পূর্ণ গতিশীল করতে নতুন ১২টি প্রতিষ্ঠানে ১৯.৮৯ কোটি টাকা অনুমোদন ও ১৬.৮৯ কোটি টাকা বিতরণ এবং কোম্পানিটির নতুন ঋণের আয় থেকে গতিশীল রেখে পুরানো ঋণ থেকে আদায়কৃত অর্থের অনেকাংশই আমানতকারীদের পরিশোধ করা হয়েছে বলে তুলে ধরা হয়।
এবিষয়ে চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, বলেন, “লাভ না হলেও আমরা ক্ষতির পরিমান ২০২১ সালে ৬৯.৬৭% ও ২০২২ সালে ২১.০২% কমাতে পেরেছি। এভাবে গতিশীলতায় চললে শীঘ্রই আমরা লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হতে পারবো”
তিনি আরও বলেন, “আমানতকারীদের অর্থ ফেরতের জন্য তারল্য প্রবাহ সঠিক মাত্রায় থাকা প্রয়োজন। কিন্তু আমাদের তা নেই। তবে আমরা তা মাপকাঠির সূচকে ২০২১ সালে ৭৬.৩০% উন্নতি ও ২০২২ সালে ২৭.৬৯% উন্নতি করতে পেরেছি।”
এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত র্যাপটাইল ফার্মস লিমিটেডের চেয়ারম্যান ড. নাইম আহমেদ, ও ব্যবস্থাপনা পরিচালক ডঃ এনাম হক এবং আনান কেমিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল হাসান মিয়া সভায় উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও উন্নয়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবগত করেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.