বাড়বে সিমেন্টের দাম

দেশের সিমেন্ট শিল্পে চাপ বাড়ছে।  আগামী ২০২৩-২৪ অর্থবছরের ঘোষিত বাজেটে আমদানি পর্যায়ে সিমেন্ট উৎপাদনের কাঁচামাল ক্লিংকার প্রতি টনের শুল্ক (Specific rate of duty) ২০০ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে ক্লিংকারের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে আমদানি পর্যায়ে প্রতি টন ক্লিংকারের জন্য ৫০০ টাকা শুল্ক দেন সিমেন্ট উৎপাদনকারীরা। আগামী অর্থবছরের ঘোষিত বাজেটে এটি বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে বাণিজ্যিক আমদানিকারকদেরকে টনপ্রতি ক্লিংকারের জন্য ৭৫০ টাকা শুল্ক পরিশোধ করতে হয়। আগামী অর্থবছরে এটি বাড়িয়ে ৯৫০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

দেশের বেশিরভাগ সিমেন্ট কোম্পানি আমদানির মাধ্যমে ক্লিংকারের চাহিদা পূরণ করে থাকে। আমদানি শুল্ক বাড়লে তাদের সিমেন্ট উৎপাদনের ব্যয় বাড়বে। তাতে যৌক্তিক কারণেই বাড়তে পারে সিমেন্টের দাম। এমনটি হলে নির্মাণ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.