পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের নতুন ভিসা নীতি ঘোষণার বিষয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়। কারণ, সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।
বুধবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দেওয়া এক বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহরিয়ার আলম বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা বলেছেন।
এর আগে প্রকাশিত ব্লিঙ্কেনের বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠান ‘নিশ্চিত’ করার লক্ষ্যে নতুন একটি ভিসা নীতি ঘোষণা করছে। এই নীতি অনুসারে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে।
বাংলাদেশ সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই বিধিনিষেধের আওতায় পড়বেন বলে ব্লিঙ্কেন তার বিবৃতিতে উল্লেখ করেন।
ব্লিঙ্কেনের ওই বিবৃতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার চিন্তিত নয়। কারণ, আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।
তিনি বলেন, ‘এটা কোনো স্যাংশান (নিষেধাজ্ঞা) নয়। এই ব্যাপারে বিএনপি’র উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যেকোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।’
তিনি বলেন, ঘোষিত ভিসা নীতির বিষয়ে বিস্তারিত জেনে আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.