ইকোনোমিক ফোরামে যোগ দিতে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাতার ইকোনোমিক ফোরামে যোগ দিতে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৫ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একটি বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

এবারের সফরে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দিতে কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.