ইসরাইলে ৪ শতাধিক রকেট নিক্ষেপ

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল । গতকাল (বুধবার) বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন।

ইসরাইলি বাহিনী মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, তার মধ্যে জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের চার কমান্ডার রয়েছেন। এছাড়া তাদের স্ত্রী এবং সন্তানরাও নিহত হয়েছেন।

মঙ্গলবারের হত্যাকাণ্ডের জবাবে গতকাল বিকেলে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে রকেট হামলা শুরু হয়। এ পর্যন্ত জিহাদ আন্দোলন ইসরাইলকে লক্ষ্য করে ৪০০’র বেশি রকেট নিক্ষেপ করেছে। গাজা থেকে প্রতিরোধকামী সংগঠনগুলো যৌথ বিবৃতিতে ৪০০ রকেট নিক্ষেপ করার কথা জানিয়েছে। ইসরাইলও এই বিপুল সংখ্যক রকেট হামলার কথা স্বীকার করেছে।

ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে- মাতৃভূমি রক্ষার জন্য আমরা সব ফ্রন্টে উপস্থিত থাকব।” পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.