চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার দুপুরের দিকে ওই টায়ার গুদামে আগুন লাগে। এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
জানা গেছে, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোয়া দেখা যায় ঘটনাস্থলে।
অর্থসূচক/এমএইচ/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.