নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-নৌ-বিমানবাহিনী

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা-নৌ-বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া র‍্যাব ঢাকার ব্যাটালিয়ন থেকে ১২টি টহল দল ও সাদা পোশাকে পাঁচটি দলও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। ফায়ার সার্ভিসকে সহায়তা এবং আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার।

শনিবার (১৫ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচলক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ট্রাফিক মেনেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করছে র‌্যাব।

এর আগে আজ ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ইতিমধ্যেই আগুনের কারণে প্রচুর ধোঁয়ায় বেরোচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করছেন।

মার্কেটটিতে বহু পোশাকের দোকান রয়েছে। নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন। কয়েকজন ব্যবসায়ীকে নিউ সুপার মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.