সম্প্রতি প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ৩২তম নাসির উদ্দিন মেমোরিয়াল টেনিস প্রতিযোগিতা ২০২৩-অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব ঢাকা’র টেনিস উপকমিটি কর্তৃক আয়োজিত হয় অনুষ্ঠানটি।
প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব ও ক্লাব চেয়ারম্যান মো: মাহবুব হোসেন। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকা’র জেনারেল সেক্রেটারি মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সিনিয়র সচিব ও নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এসময় প্রাইম ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.