দিনাজপুরের হিলিতে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে বাল্যবিবাহের দায়ে একুশ বছর বয়সি আরিফ হোসেন নামের বরকে একবছরের ও উনআশি বছর বয়সি বরের নানা আশরাফ আলীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আরিফ হোসেন হিলির জাংগই গ্রামের রকিব উদ্দিনের ছেলে। আশরাফ আলী হিলির বড়ডাংগাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, আরিফ হোসেন নামের ওই যুবক একই এলাকার নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে গতরাতে তার বাড়ি থেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে আসে। কিশোরীকে নিয়ে ওই যুবক উপজেলার ডাংগাপাড়ায় তার নানার বাড়িতে নিয়ে উঠে। এসময় তার নানা নিজে স্বাক্ষি হয়ে তাদের দুজনের বাল্যবিবাহ দেয়। কিশোরীর বাবা নিজে মঙ্গলবার সকালে এসে আমার নিকট অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ছেলের নানার বাড়িতে অভিযান চালিয়ে বর ও তার নানাকে আটক করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বাল্যবিবাহের দায়ে বরকে এক বছরের ও বরের নানাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.