আবারও ঢাকাই সিনেমায় অভিনয় করবেন বলিউড ও টালিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘হিরো’ নামের নতুন একটি সিনেমায় দেখা যাবে তাকে। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে তথ্যটি নিশ্চিত করেছেন আবদুল্লাহ জহির বাবু।
জহির বাবু বলেন, ‘গল্পটি লেখার পর মনে হয়েছে চরিত্রটি মিঠুন চক্রবর্তীর জন্য। নির্মাতার সঙ্গে আলাপ করার পরে তিনি একমত হন। এ কারণে মিঠুন চক্রবর্তীকে সিনেমাটির গল্প শোনাতে কলকাতা এসেছি। আমার লেখা হিরো সিনেমার ন্যারেশন শুনে বললেন—ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো। তার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা শুনে খুব ভালো লেগেছে। আমার লেখকজীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন।’
মিঠুন শিডিউল বের করলেই তার সঙ্গে লিখিত চুক্তি হবে। এ প্রসঙ্গে জহির বাবু বলেন, ‘সিনেমাটি এখনো প্রাথমিক অবস্থায় আছে। তিনি (মিঠুন চক্রবর্তী) গল্প শুনে মৌখিক সম্মতি জানিয়েছেন। এখনো লিখিত চুক্তি হয়নি। তবে তিনি জানিয়েছেন তার শিডিউল চেক করে দ্রুতই সময় দেবেন এই সিনেমার জন্য।’
উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করেন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে এরপর আর ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেননি।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.