সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. হাসান (৩২) নামে দগ্ধ আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬-এ।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ তথ্য জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, ‘হাসান আইসিইউ-তে লাইফ সাপোর্ট চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়াও বিভিন্ন ইঞ্জুরি ছিল।’

জানা গেছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে। তিনি সিদ্দিকবাজার ফুটপাতে স্কুল ব্যাগের ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকতো।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.