গাজীপুরে নিজ ছেলে মাসুমের (৩০) বিরুদ্ধে মা জোসনা বেগমকে (৭০) গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) মহানগরীর কোনাবাড়ী দেউলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। মাসুম মায়ের সঙ্গে কোনাবাড়ী দেউলিয়াপাড়া এলাকায় বোনের বাসায় তিন দিন আগে বেড়াতে যান।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, মাসুম মানসিক ভারসাম্যহীন। তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে গেলে শারীরিক দুর্বলতার কারণে সেখানে ভর্তি করতে পারেননি তার স্বজনরা। বুধবার মাসুম বটি দিয়ে ঘরের ভেতর মাকে গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুমকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.