এমিরেটস এয়ারলাইনের কার্গো পরিবহণ শাখা এমিরেটস স্কাইকার্গো এবং এয়ার কানাডা কার্গো গ্রাহকদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
দুবাইয়ে এমিরেটস প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন এমিরেটসের ডিভিশনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, কার্গো নাবিল সুলতান, এবং এয়ার কানাডা কার্গোর ম্যানেজিং ডিরেক্টর, কমার্শিয়াল ম্যাথিউ ক্যাসে।
চুক্তির অধীনে উভয় সংস্থা কয়েকটি যৌথ উদ্যোগ নিয়ে কাজ করবে যার মধ্যে রয়েছে কার্গো ইন্টারলাইনের সম্প্রসারণ, এবং ব্লক স্পেস চুক্তি।
এমিরেটস স্কাইকার্গো কানাডার ৬০টি সহ বিশ্বের ৫টি মহাদেশের ১৫০টির নগরীতে পরিচালিত এয়ার কানাডার যাত্রীবাহী ফ্লাইটের বেলিহোল্ডে এবং কার্গো ফ্লাইটে মালামাল পরিবহণের সুবিধা পাবে। তেমনি ভাবে, এয়ার কানাডা কার্গোও এমিরেটসের যাত্রীবাহী বেলিহোল্ডে এবং কার্গো ফ্লাইটে বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে কার্গো পরিবহণ সুবিধা ভোগ করবে। উল্লেখ্য, বর্তমানে এমিরেটস বহরের ১১টি সুপরিসর ফ্রেইটার বিভিন্ন গন্তব্যে শুধুমাত্র কার্গো পরিবহণ সেবা প্রদান করছে।
যাত্রীবাহী এবং ফ্রেইটারে বিশেষ ধরণের কার্গো যেমন তেল এবং গ্যাস ড্রিলিং যন্ত্রপাতি, গাড়ির যন্ত্রাংশ, এবং ফার্মাসিউটিক্যাল পন্য পরিবহনে উভয় সংস্থারই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
২০২২ সালে এমিরেটস এবং এয়ার কানাডা কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা প্রদান করে। এরই ফলশ্রুতিতে অদ্যবধি উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, এবং আফ্রিকার ৪৬টি গন্তব্যে উভয় বিমান সংস্থা যাত্রীবাহী কোডশেয়ার ফ্লাইট পরিচালনা করছে। আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো, লয়ালটি প্রোগ্রাম পার্টনারশীপ, যার ফলে এমিরেটস স্কাইওয়ার্ডস এবং এয়ার কানাডা এরোপ্লেন সদস্যরা এমিরেটস বা এয়ার কানাডা পরিচালিত যেকোন ফ্লাইটে ভ্রমণ করলে মাইল বা পয়েন্ট অর্জন করতে পারছেন।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।
অর্থসূচক / এইচএআই
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.